ময়মনসিংহে বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন’ এর মহানগর কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫											
												
																																			
 
											
												
												
												
							
											-  
											 
																																			১৬৬																				   
																						বার পড়া হয়েছে  
											
 
												
												 
										 									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						
							
							 
                     
                    
                        
এস. এম. কে. মিজান,ময়মনসিংহ।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মহানগর কমিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ মার্চ বৃহস্পতিবার নগরীর থানাঘাট উৎসব কমিউনিটি সেন্টা হল রুমে মহানগর কমিটির পক্ষ থেকে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মহানগর কমিটির সভাপতি এস. এম. কে. মিজান এর সভাপতিত্বে এবং মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ফরহাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিএমইউজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শিবলী সাদিক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাকিব উল হাসান, সার্বিক সহযোগিতায় ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, এবং দপ্তর সম্পাদক মো: আমিনুল ইসলাম, বিজয় টেলিভিশনের ব্যুরো চীফ আব্দুল হক লিটন, আলোকিত ময়মনসিংহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম, বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ, সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি সাদেকুর রহমান।এ সময় সাংবাদিক দের মাঝে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আজহারুল আলম, সুলতান রহমান বাপ্পি, সোহানুর রহমান, আব্দুল হাকিম, সাদিয়া সুলতানা , দিন ইসলাম, রিফাদ তালুকদার, সোহেল, সাত্তার, বিসু সাহা ও পপি আক্তার প্রমূখ।ইফতার পূর্ববর্তী সময়ে দেশের সামগ্রিক পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব ও ফিলিস্তিনসহ সারা দুনিয়ার নির্যাতিত মজলুম মুসলমানদের শান্তি, সফলতা, ঐক্য হেদায়েতের জন্য আলোচনা ও দোয়া মোনাজাত হয়।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন