প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:১৮ পি.এম
মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
ঈদুল ফিতরকে সামনে রেখে মোংলা বন্দরে কর্মরত প্রায় দুই হাজার ৯শ’ শ্রমিক-কর্মচারীর মাঝে বিশেষ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ কাদ্য সামগ্রী বিতারণ করা করা। মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের চত্বরে শ্রমিক-কর্মচারীদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন বন্দর ব্যবহারকারী ও শ্রমিক নেতারা।শ্রমিক কর্মচারীদের মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবণ, সেমাই, সাবান ও দুধসহ প্রায় ১৬ কেজি প্যাকেটের খাদ্য সামগ্রীর তুলে দেয়া হয়। আরও পড়ুন: মোংলায় চিংড়ি ঘের দখল, বাধা দিতে গিয়ে একই পরিবারের জখম ৪এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র, বন্দর ব্যবহারকারী মো. জুলফিকার আলী, পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা বন্দর ব্যবহারকারী মো. মশিউর রহমান, শ্রমিক নেতা এ কে এম সাহবুদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, স্টাফ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, সাবেক প্যানেল মেয়র মো. আলাউদ্দিন, বিএনপি নেতা আ. সালাম ব্যাপারী, শ্রমিক দল নেতা আল আমিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল ও সাবেক ছাত্রনেতা মহসিন পাটোয়ারী, সজিব মিয়া শান্ত, মো. মাশরাফি প্রমুখ। শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে শ্রমিক নেতারা বলেন, ‘মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারীদের পাশে রয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। আসন্ন ঈদকে সামনে রেখে পরিবার-পরিজন নিয়ে যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য এ আয়োজন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস্ অ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন।’ আরও পড়ুন: মোংলায় জমি নিয়ে দ্বন্দ্বে বাবা-ছেলেকে কুপিয়ে জখমশ্রমিকদের ঈদ উপহার পেতে সার্বিক সহযোগিতা করে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত