চকরিয়া বমুবিলছড়ীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৪
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫											
												
																																			
 
											
												
												
												
							
											-  
											 
																																			১০৬																				   
																						বার পড়া হয়েছে  
											
 
												
												 
										 									
				
                                        
                                                                      
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						
							
							 
                     
                    
                        
চকরিয়া কক্সবাজার প্রতিনিধি:-
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়ায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গত শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।জানা যায়, দুবাই প্রবাসী আব্দুল মান্নানের ভোগদখলীয় জমি (খতিয়ান নং ৩৩৬) জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায় একই এলাকার বাসিন্দা মো. শাহ আলম ও তার সহযোগী সন্ত্রাসীরা।প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী শাহিনা আক্তার (৩২) অভিযোগ করেন, “আমি দীর্ঘদিন ধরে আমার স্বামীর জমিতে কৃষিকাজ করে আসছিলাম। কিন্তু সম্প্রতি শাহ আলম গং আমাদের জমি দখল করার চেষ্টা চালায়। তারা স্থানীয় সন্ত্রাসী রুবেল, আফছারসহ কয়েকজন মহিলাকে নিয়ে আমাদের জমি জবরদখল করতে আসে। বাধা দিলে তারা আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।”তিনি আরও বলেন, “আমি ও আমার মা বাধা দিতে গেলে তারা আমাদের প্রকাশ্যে মারধর করে এবং প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় লামা উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে ভর্তি হই।”ঘটনার পর থেকে অভিযুক্ত শাহ আলম ও তার ছেলে রুবেল মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।আহত পরিবার চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া থানার কাছে শাহআলম , রুবেল, আবছার গং ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন