প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:২৪ পি.এম
কুমিল্লা চৌদ্দগ্রাম বকেয়া বেতন আদায়ের দাবিতে শ্রমিকদের রাস্তা অবরোধের চেষ্টা
মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১০নং বাতিসা ইউনিয়ন পরিষদের নানকরা বিনটেক সুজ (জুতা ফ্যাক্টরির) শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের দাবিতে আজ সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় জহির উদ্দিন আরিফ ম্যানেজার মালিক পক্ষে একটি লিখিত কাগজে উল্লেখ করেন যে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার সকল শ্রমিকদের বকেয়া বেতন পরিষদ করিবেন। এ সময়চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন ওচৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশের এস আই আনোয়ার হোসেন,
উপস্থিত হয়ে নিয়ন্ত্রণে এনে, পরে শ্রমিকেরা অবোধ তুলে নেন। এবিষয়ে কয়েকজন নারী শ্রমিকের সঙ্গে আলাপ করলে তারা জানান গত তিন মাসের বেতন বকেয়া। বেতন চাইলে আজ দেবে কাল দেবে বলে বাহানা দেখায়। মাস শেষ হলে বাসা ভাড়া, ছেলে মেয়েদের পড়া লেখার খরচ হাটবাজার করতে হয় আমাদের। এই চাকুরির উপর নির্ভর করে সব। কিন্তু বেতন চাইতে গেলে আজ দেবে কাল দেবে বলে বাহানা দেখায় এজন্য আমরা প্রায় ৭০ জন শ্রমিক আজ সকালে সবাই ঐক্যবদ্ধ প্রতিবাদের চেষ্টা করি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত