প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৮:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১০:৩৩ এ.এম
দিগরাজে শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাবে পারভেজ সভাপতি ও জনিকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
মোংলার দিগরাজে শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাবে মোঃ পারভেজ শেখকে সভাপতি ও মোঃ জনি তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪ টায় দিগরাজ ব্যাংক রোড শান্তি নগর আবাসিক এলাকায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান শেষে সকলের মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিগরাজ বাজার মসজিদের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দিগরাজ বাজারের বিশিষ্ট কাকড়া ব্যবসায়ী মোহাম্মদ আরিফ বিল্লাহ, সাংবাদিক মোঃ শামীম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ রহমান সহ শান্তিনগর আবাসিক এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি গণ উপস্থিত ছিলেন। এছাড়া ক্লাবের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত এলাকাবাসী ক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন আজকের যুবক আগামী দিনের ভবিষ্যত। আর এই যুবকরাই পারে একটা নতুন জাতি উপর দিতে। তাই এলাকার শান্তি শৃংখলা রক্ষায় এই যুবকরা অগ্রণী ভূমিকা পালন করবে। তাদের হাত ধরেই এলাকার উন্নয়ন হবে বলে আমরা আশা রাখি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত