সিলেটের গোয়াইনঘাট সড়কে মিললো তরুণের লাশ
                    
					
					
				 	
					
					
					 
                        
                            
                            
                                
                                    
										
										
																			
								প্রতিনিধির নাম :								
																
								
								
                                    
                                    
                                        
                                            -    
											প্রকাশিত: 
																						মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫											
												
																																			
-  
											 
																																			১০৫																				   
																						বার পড়া হয়েছে  
											
                                  
                                 
                             
                         
                     
					
					
						
					
					
                    
                         
						 
							
							 
                     
                    
                        
মোঃ আলকাছ আহমেদ
সিলেট জেলা প্রতিনিধি অভিযান নিউজ টিভি
সিলেটের গোয়াইনঘাট এবং রাধানগর সড়কের পাশ থেকে সাহেল নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানার পুলিশ মঙ্গলবার (১৮) মার্চ ভোর আনুমানিক (৪) টা ৩০ মিনিটের সময় গোয়াইনঘাট রাধানগর রাস্তার পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে সাহেল গোয়াইনঘাট পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুনানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে তবে স্থানীয় এলাকাবাসী দাবি করেছেন সাহেলর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তবে কি কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সে বিষয়ে এখনো ও জানা যায়নি সুত্রে জানাযায় সাহেল ভোর রাতে মোটরসাইকেল যোগে গোয়াইনঘাট থেকে রাধানগর যাওয়ার পথে আলমনগরের কাছে গেলে দুকূতিকারীরা তার উপর হামলা চালিয়ে আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট হাসপাতালে নিয়ে আছে হাসপাতালে কর্তৃপক্ষ সাহেলকে মূত ঘোষণা করে এ সময় সাহেলের দেহে একাধিক ক্ষত চিহ্ন দেখা যায় বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা,,(ওসি) সরকার তোফায়েল আহমেদ খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে খতিয়ে দেখা প্রকূত কারণ উদ্ধারে কাজ করছে পুলিশ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে
                     
					
					
					
					
										
                    
                        
সংবাদটি শেয়ার করুন
                    
                    
					
					
					
					 
			 				   
				   	
			 
			 				   				
				
					
									
                    
                       আরো সংবাদ পড়ুন