1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ দম্পতিকে কুপিয়ে জখম, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্বামী-স্ত্রী সুনামগঞ্জের দিরাইয়ের ডাঃ রসেন্দ্র কুমার তালুকদার আর নেই কাজিপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বন্দর ঐতিহ্যবাহী বাইতুল ফালাহ মহিলা মাদ্রাসা এন্ড কিন্ডার গার্টেন শাখার ২০২৫ ইং শিক্ষাবর্ষে প্রথম সাময়িক পরীক্ষা চলিতাছে নন্দীগ্রামে ছাত্রদল নেতা পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি ভিজিএফের ২৮৭০ কেজি চাল জব্দ, আটক ২ চৌদ্দগ্রামের মিতল্লা (ট্রেনিং সেন্টার) খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ শেরপুরে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ সিলেট বিভাগ এর কমিটি ঘোষণা

বাজারে চড়া দামে লেবু বিক্রি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবু। রোজার আগে কিছুটা কম থাকলেও রোজার শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী লেবুর দাম। হালিতে বেড়েছে কয়েকগুণ। রোজার মাঝামাঝিতে এসে দাম এখনো অস্বাভাবিক। তবে চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় লেবুর চড়া দাম বলে দাবি বিক্রেতাদের। সোমবার (১৭ মার্চ) দাকোপের বাজুয়া কাঁচাবাজারে ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা দরে। বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, মাঝারি সাইজের এলাচি লেবুর হালি ১০০ টাকা থেকে ৮০ টাকা। এ ছাড়া কিছুটা বেড়েছে শাকসবজির দামও। নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য, মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। শীতকালীন সবজির মধ্যে বাজারে প্রতি কেজি টমেটো ১০ থেকে ২০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, শিম ৪০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, মূলা ৪০ টাকা, সাদা গোল বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, শালগম ৩০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। দামে তেমন হেরফের হয়নি। অন্যদিকে লম্বা বেগুন ৫০ টাকা, সাদা গোল বেগুন ৪৫ থেকে ৫৫ টাকা, শসা ৪০ থেকে ৪৫ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়। পটল-ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা। এ ছাড়া করলা ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁয়াজকলি ৩০ টাকায় বিক্রি হচ্ছে কচুর লতি ১০০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শসার কেজি ৪০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা, ধনেপাতার কেজি ১২০ টাকা।বিভিন্ন ধরনের শাকের দাম বেড়েছে। লাল শাক, লাউ শাক, মুলা শাক, পালং শাক, কলমি শাক, ডাঁটা শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে এতদিন বিক্রি হলেও সোমবার ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা যাচ্ছে। বাজারে রুই মাছের কেজি ২৮০ থেকে ৪০০ টাকা, কাতলা মাছ ৩০০ থেকে ৪৪০ টাকা, কালবাউশ ৩৫০ থেকে ৫০০ টাকা, ছোট-বড় চিংড়ি মাছ ৮০০ থেকে ১৬০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা, চাষের ও দেশি কই মাছ ২০০ থেকে এক হাজার টাকা, পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, চাষের ও দেশি শিং মাছ ৪০০ থেকে এক হাজার ২০০ টাকা, টেংরা মাছ ৮০০ থেকে ১২০০ টাকা, বোয়াল মাছ ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা, মেনি মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা, চিতল মাছ ৭০০ থেকে ১ হাজার টাকা, সরপুঁটি মাছ ২৫০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা মাছ ৪৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ২৮৫ টাকা এবং দেশি মুরগি ৫৫০ থেকে ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাড়সহ গরুর মাংস ৭৫০ টাকা, কলিজা ৫৫০ টাকা ও হাড়ছাড়া মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খাসির মাংস এক হাজার ১০০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজারে ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকা আর দেশি মুরগির ডিম ২১০ টাকা ও হাঁসের ডিম ২৪৫ টাকা বিক্রি হচ্ছে। বাজুয়া কাঁচা বাজারে সবজি কিনতে আসা সাইফুল ইসলাম নামের এক এনজিওকর্মী বলেন, সবকিছু মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। তবে, সবজির দাম একটু বাড়তে শুরু করেছে। যা গত সপ্তাহে ২০ টাকায় কিনেছিলাম, সেটি ৫ টাকা বেড়ে ২৫ টাকায় কিনতে হচ্ছে। লেবুর বাজারে তো আগুন। এক হালি লেবু কেনার জন্য এসেছিলাম, কিন্তু নিয়েছি একটি। দাম ২৫ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট