1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ রাজধানীর উত্তরার অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের-এর গভীর শোক। কুমিল্লা জেলার নাঙ্গলকোটে সংঘর্ষে নিহত ২, আহত ১৫। ইসলামী আন্দোলন বাংলাদেশ ,,বন্দর থানা দক্ষিণ,, গৌরব ও মর্যাদায় আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গা/জী/পু/রের শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের পাশে একটি বোমা-সদৃশ্য বস্তু উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নন্দীগ্রামে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল শিক্ষার্থীর প্রাণ বড়পাঙ্গাসী খোন্দকার নুরুনাহার জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিভাগের পটুয়াখালী-২ আসন বাউফল উপজেলার বি এন পির প্রার্থীর নেতাকর্মীদের আতঙ্ক বাউফলবাসী এবং বাউফলের অফিসারের এর ইনচার্জ এর নীরব ভুমিকা পালন

বাজারে চড়া দামে লেবু বিক্রি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

রমজানে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবু। রোজার আগে কিছুটা কম থাকলেও রোজার শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী লেবুর দাম। হালিতে বেড়েছে কয়েকগুণ। রোজার মাঝামাঝিতে এসে দাম এখনো অস্বাভাবিক। তবে চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় লেবুর চড়া দাম বলে দাবি বিক্রেতাদের। সোমবার (১৭ মার্চ) দাকোপের বাজুয়া কাঁচাবাজারে ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা দরে। বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, মাঝারি সাইজের এলাচি লেবুর হালি ১০০ টাকা থেকে ৮০ টাকা। এ ছাড়া কিছুটা বেড়েছে শাকসবজির দামও। নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য, মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। শীতকালীন সবজির মধ্যে বাজারে প্রতি কেজি টমেটো ১০ থেকে ২০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, শিম ৪০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, মূলা ৪০ টাকা, সাদা গোল বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, শালগম ৩০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। দামে তেমন হেরফের হয়নি। অন্যদিকে লম্বা বেগুন ৫০ টাকা, সাদা গোল বেগুন ৪৫ থেকে ৫৫ টাকা, শসা ৪০ থেকে ৪৫ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়। পটল-ঢেঁড়স ৮০ থেকে ১০০ টাকা। এ ছাড়া করলা ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁয়াজকলি ৩০ টাকায় বিক্রি হচ্ছে কচুর লতি ১০০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শসার কেজি ৪০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা, ধনেপাতার কেজি ১২০ টাকা।বিভিন্ন ধরনের শাকের দাম বেড়েছে। লাল শাক, লাউ শাক, মুলা শাক, পালং শাক, কলমি শাক, ডাঁটা শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে এতদিন বিক্রি হলেও সোমবার ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হতে দেখা যাচ্ছে। বাজারে রুই মাছের কেজি ২৮০ থেকে ৪০০ টাকা, কাতলা মাছ ৩০০ থেকে ৪৪০ টাকা, কালবাউশ ৩৫০ থেকে ৫০০ টাকা, ছোট-বড় চিংড়ি মাছ ৮০০ থেকে ১৬০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকা, চাষের ও দেশি কই মাছ ২০০ থেকে এক হাজার টাকা, পাবদা মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, চাষের ও দেশি শিং মাছ ৪০০ থেকে এক হাজার ২০০ টাকা, টেংরা মাছ ৮০০ থেকে ১২০০ টাকা, বোয়াল মাছ ৬০০ থেকে এক হাজার ২০০ টাকা, মেনি মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা, চিতল মাছ ৭০০ থেকে ১ হাজার টাকা, সরপুঁটি মাছ ২৫০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা মাছ ৪৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ২৮৫ টাকা এবং দেশি মুরগি ৫৫০ থেকে ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাড়সহ গরুর মাংস ৭৫০ টাকা, কলিজা ৫৫০ টাকা ও হাড়ছাড়া মাংস ৯০০ থেকে ৯৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খাসির মাংস এক হাজার ১০০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজারে ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১৩০ টাকা, সাদা ডিম ১২০ টাকা আর দেশি মুরগির ডিম ২১০ টাকা ও হাঁসের ডিম ২৪৫ টাকা বিক্রি হচ্ছে। বাজুয়া কাঁচা বাজারে সবজি কিনতে আসা সাইফুল ইসলাম নামের এক এনজিওকর্মী বলেন, সবকিছু মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। তবে, সবজির দাম একটু বাড়তে শুরু করেছে। যা গত সপ্তাহে ২০ টাকায় কিনেছিলাম, সেটি ৫ টাকা বেড়ে ২৫ টাকায় কিনতে হচ্ছে। লেবুর বাজারে তো আগুন। এক হালি লেবু কেনার জন্য এসেছিলাম, কিন্তু নিয়েছি একটি। দাম ২৫ টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট