1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালপুরে শতবর্ষী বট-গাছের নিচে চাপা পড়ে ২০ জন আহত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি রাফি গ্রেফতার আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির আজ শাল্লা উপজেলা বি এন পির ইউনিয়ন কমিটি গঠন করা হয় বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে আনবো, জীবন দিবো তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবোনা মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের পাকা রাস্তার পাশে গতকাল সন্ধ্যায় যে অজ্ঞাত যুবকের মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছিল, অবশেষে তার পরিচয় মিলেছে সৌদি আরব জেদ্দা বাংলাদেশের কনস্যুলেট এক চক্র থেকে নির্যাতিত মেয়ে সেলিনাকে উদ্ধার করার হয় রোডস এন্ড হাইওয়ের অফিসের পরিচালকের পদত্যাগ এর দাবিতে সড়ক অবরোধ সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব

মাদারীপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ লুট করে পালিয়ে যাবার সময় দুইজনকে গণপিটুনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলা প্রতিনিধি শেখ জায়েদ
মাদারীপুরে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যাবার সময় দুইজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় অসুস্থ অবস্থায় গৃহকর্তা ও তার স্ত্রীকে একই হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোররাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ পরিবার জানায়, সপ্তাহখানেক আগে সদরের পশ্চিম রঘুরামপুর গ্রামের মৃত মমেন উদ্দিন ফকিরের ছেলে গোলাম রহমান ফকিরের বাড়িতে রাজমিস্ত্রির কাজে আসেন কয়েকজন শ্রমিক। শনিবার সন্ধ্যায় ইফতারির খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয় শ্রমিকরা।খাবার খেয়ে বাড়ির লোকজন অচেতন হলে অসুস্থ হয়ে পড়ে। রোববার ভোররাতে এই সুযোগে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। সেহরি শেষে নামাজ পড়তে বের হয়ে পাড়াপ্রতিবেশি গোলাম রহমানের ফকিরের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে ভেতরে ঢুকে বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন তারা। পরে বাড়ির রাজমিস্ত্রিদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মোটরসাইকেল নিয়ে তল্লাসী করে এলাকাবাসী।
পরে ইজিবাইকে থাকা অবস্থায় ধাওয়া দিয়ে পাশের হাজমকান্দি এলাকায় ছদ্মবেশি রাজমিস্ত্রিদের গতিরোধ করেন স্থানীয়রা। এ সময় তাদের গণপিটুনী দেয়া হয়। আটক করা হয় খুলনার ডুমুরিয়া উপজেলা হাসানপুর গ্রামের আক্কাস খাঁর ছেলে আমিন খাঁ (২৫) ও দিঘলিয়া এলাকার রুবেল মিয়াকে (৩৫)। আটককৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার জব্দ করে পুলিশ। পরে গণপিটুনীর শিকার আহত দুইজন ও গৃহকর্তা ও তার স্ত্রীকে ভর্তি করা হয় জেলা ২৫০ শয্যা হাসপাতালে।গোলাম রহমান ফকিরের মেয়ে তানিয়া আফরোজ বলেন, ‘এরা মুখোশধারী ডাকাত। এদের কঠিন বিচার হওয়া উচিৎ।’
মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ বলেন, আমরা‘ভোরে গণপিটুনীতে আহত দুইজনসহ চারজন হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ‘লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার পুলিশের হেফাজতে রয়েছে। আটক দুইজন পুলিশী হেফাজতে হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থল থেকে ইরান নামে আরো একজন পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট