ময়মনসিংহের ত্রিশালের ১০নং মঠবাড়ী ইউনিয়নের বইলরে লুটের পর গরুর ফার্মে আগুন দেয় দুর্বিত্তরা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
-
১৩৪
বার পড়া হয়েছে

এস. এম. কে. মিজান,ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশালের ১০নং মঠবাড়ী ইউনিয়নের বইলরে লুটের পর গরুর ফার্মে আগুন দেয় দুর্বিত্তরা। সরেজমিনে জানা যায় ১৩ ই মার্চ বুধবার দুপুর আড়াইটার দিকে বৈলর হিন্দুপল্লী এলাকার মাইনউদ্দিনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে প্রায় ২০ জনের একটি সন্ত্রাসী দল।এ সময় তারা ১০টি গরু এবং ১৫ টি ছাগল নিয়ে যায়।এবং এরই সাথে বসত ঘর, খড়ের গাদা ও ফার্মে আগুন লাগিয়ে দেয়। পরিশেষে ফায়ার সার্ভিস ও গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।এই বিষয়ে ৯জনকে উল্লেখ সহ আরও অজ্ঞাত ১০ জনকে আসামী করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীরা এখনো ধরা ছোয়ার বাইরে। একাধিক সূত্রে জানা যায় আসামীরা ইউনিয়ন বিএনপির প্রভাবে এই কাজ করেছে। ভুক্তভোগী পরিবার আইনের কাছে এর সঠিক বিচার চান।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন