1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় পুলিশ সদস্যের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা আমরা প্রতিটি ঘরে ঘরে ভলেন্টিয়ার তৈরি করছি’ এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সময়সীমা পার, পিআইসি-গণশুনানির খবর নেই: শাল্লার কৃষকরা শঙ্কিত নন্দীগ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ঠিকাদার লাপাত্তা, বন্ধ উন্নয়ন প্রকল্পের কাজ খুলনার দাকোপের বানিশান্তা-লাউডোব খালের ওপর নির্মাণাধীন সেতু বন্দর ঐতিহাসিক বাইতুল ফালাহ মহিলা মাদ্রাসা এন্ড কিন্ডার গার্টেন শাখার ২০২৫ ইং সালের আজ থেকে বার্ষিক পরীক্ষা শুরু কেউ নাই যার আল্লাহ সহায় তার,মানুষ কেবল উসিলা মাত্র গোপালগঞ্জে ছাত্রীকে ধর্ষণ করে শিক্ষক ভিডিও করেন আরেক শিক্ষিকা,ধর্ষিত নারীর আত্মহত্যা ৩৬ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত  ঃ সুনামগঞ্জ – ২  এ   নাছির উদ্দীন  ৪  এ  এডভোকেট  নুরুল কে  মনোনয়ন।

বগুড়া সদর উপজেলায় বাবা-ছেলে মিলে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি।

গত ২৫ ফেব্রুয়ারির এ ঘটনায় করা মামলার প্রধান আসামি গোপাল চন্দ্র দাসকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। আরেক আসামি গোপালের বাবা তুলসী চন্দ্র দাস পলাতক। মঙ্গলবার র‌্যাব-১২ সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার উসমান গণি সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৫ ফেব্রুয়ারি স্কুলছাত্রীকে কৌশলে ঘরে ডেকে ধর্ষণ করে গোপাল ও তার বাবা তুলসী। ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার প্রধান আসামি গোপাল এবং ২ নম্বর আসামি তুলসী। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে সোমবার রাতে গোপালকে রাজশাহী থেকে গ্রেপ্তারের পর বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, মুদি দোকানি গোপাল ওই স্কুলছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে আসছিল। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কৌশলে তাকে ডেকে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে প্রথমে গোপাল ধর্ষণ করে। এরপর ধর্ষণ করে তার বাবা তুলসী। এদিকে এলাকাবাসী জানান, বাবা-ছেলে মিলে মেয়েটিকে ধর্ষণের পর বখাটে যুবকদের ৫০ হাজার টাকার বিনিময়ে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করে। মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আলমাস হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গোপালের বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় খেয়াং সম্প্রদায়ের মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে জামাল হোসেন নামে এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবারের এ ঘটনায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়। রোয়াংছড়ি থানার ওসি আশিকুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মামলা করেছেন।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে ইউসুফ (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করে সোমবার রাতে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ১০ লাখ টাকায় মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ধর্ষণের ঘটনাটি পরিকল্পিত ও সাজানো বলে দাবি করেছেন গ্রেপ্তার ইউসুফ ও তার ছেলে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা জানান, মারধরে আহত বৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট