1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘নো প্রোমোশন নো ওয়ার্ক’ কর্মসূচি বগুড়ার দুই কলেজে কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত আশঙ্কা মহানগরী জামায়াতের পক্ষ থেকে বই উপহার দিয়ে বিদায়ী ডিসিকে শুভেচ্ছা খুলনায় ১”ঘণ্টার ব্যবধানে ৪”জনকে গু’লি ও গ’লা কেটে হ’ত্যা. কুমিল্লা টাউন হলে চৌধুরী সায়মা ফেরদৌসীর বক্তব্য: মনিরুল হক চৌধুরীর পক্ষে ‘জেন-জি জোয়ার’ সৃষ্টি হওয়ার প্রত্যাশা আন্দোলনরত অবস্থায় শিক্ষিকা ফাতেমা আক্তার মারা গেছেন কুয়েতে “কুমিল্লা বিভাগ” নামে পরিপত্র জারিপূর্বক প্রশাসনিক কার্যক্রম চালুর দাবি খুলনায় পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ ভিজিট করলেন আইজিপি বরিশাল বিভাগের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তার ‘১৭ কোটি টাকার ও সম্পদ কোথা থেকে পেল ঝিনাইগাতীর গারো পাহাড়ে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন দাকোপের কামারখোলার কালিনগর বাজারে জিয়াউর রহমান পাপুল ভাইয়ের পক্ষ থেকে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে সিটি কর্পোরেশনসহ খুলনা বিভাগের ১০ জেলায় ২০ লাখ ১৭ হাজার একশত ৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এই তথ্য জানান হয়। অবহিতকরণ সভায় সভাপতির বক্তৃতায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ বলেন, প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এই ক্যাম্পেইনে যেন কোন শিশু বাদ না যায় সে দিকে নজর দিতে হবে। এজন্য অভিভাবকদের বেশি সচেতন হওয়া প্রয়োজন। বিগত বছরের মতো এবছরও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল হবে বলে তিনি আশা করেন। অবহিতকরণ সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মহসিন আলী ফরাজী, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক বিকাশ কুমার দাস, স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডাঃ মুজিবুর রহমান, ইউনিসেফ খুলনার চীফ মোঃ কাউসার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এস এম শাহরিয়ার। খুলনা বিভাগীয় পরিচালক স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানে আয়োজন করে। অবহিতকরণ সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় জানানো হয়, ঐ দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। খুলনা বিভাগে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৭ লাখ ৮১ হাজার ছয়শত ৩৭ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা দুই লাখ ৩৫ হাজার পাঁচশত ১৪ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট