1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামের মিতল্লা (ট্রেনিং সেন্টার) খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ শেরপুরে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা আমাদের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ সিলেট বিভাগ এর কমিটি ঘোষণা সুন্দরবনের জলদস্যু বাহিনীর ২ সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বরিশাল হিজলা উপজেলায় মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ সভা বিএনপি ক্ষমতায় গেলে কৃষি ও কৃষকের উন্নয়ন হবে – সাবেক এমপি মোশারফ হোসেন নন্দীগ্রামে কৃষকদল উপজেলা ও পৌর কমিটি ঘোষণা কাজিপুরে আগুনে পুড়ে অঙ্গার ছাগল ও হাস মুরগী- ঝলসে গেছে গৃহিনী সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদের ইরান সফর

রমযানের শিক্ষা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

সিয়াম মানে সংযম, বিরত থাকা, আত্মনিয়ন্ত্রণে মগ্ন থাকা। এ মাসে আমরা সংযত আচরণের সাধনা করি।
আত্মাকে পরিশুদ্ধ করার মহান মাস হচ্ছে রমজান মাস। সুবেহ- সাদিক থেকে মাগরিব পর্যন্ত সর্বপ্রকার পানাহার, সহবাস, অসৎ কার্য বর্জন করে এক অমোঘ সাধনায় লিপ্ত থেকে আত্মাকে পরিশুদ্ধ করার এক সুবর্ণ সুযোগ তৈরি করে দেয় রমজান মাস। এ মহান মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব কিন্তু আমরা সঠিকভাবে সে দায়িত্ব পালন করছি কি?ভোগ নয় ত্যাগেই সুখ অথচ রমজান এলেই আমাদের ভোগের বাড় বাড়ন্ত ঘটে। সে সুযোগটিই নেয় অসৎ

ব্যবসায়ী সিন্ডিকেট। বিপুল পরিমাণ ভোগ্যপণ্য মজুদ
করে দেন দাম বাড়িয়ে। যেখানে মধ্যপ্রাচ্যের দেশের
ব্যবসায়ীগণ রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের
দাম কমিয়ে দেন সওয়াবের আশায় সেখানে পার্থিব লাভের আশায় দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেন দাম বাড়িয়ে। হরিলুটের মতো অবস্থা। কে কার চেয়ে বেশি
মুনাফা করবেন তার অশুভ প্রতিযোগিতা শুরু হয় সেদিন সকালবেলা গেলাম বটতলা কাঁচাবাজারে কিছু সব্জি কিনবো বলে। বাজারটি সাধারণত সন্ধ্যায় বসে। গিয়ে দেখি দুটি মাত্র দোকান খোলা। টমেটো কত কেজি জিজ্ঞেস করতেই দোকানী বিরস মুখে উত্তর দিলো, চল্লিশ টাকা। মেজাজ খারাপ। গতকাল নিয়েছি বিশ টাকা কেজি আজ চল্লিশ হয় কেমন করে? মনে মনে রাগ করে বাসায় চলে আসি। সন্ধ্যায় সেই দোকানে আবার গেলাম। টমেটো কত টাকা কেজি জিজ্ঞেস করতেই দোকানী উত্তর দিলো, বিশ টাকা স্যার। আমি দোকানীকে ঠাণ্ডা মাথায় সকালের ঘটনাটি মনে করিয়ে দিতেই কাচুমাচু করে বলতে লাগলো, স্যার কিছু মনে করবেন না। সকালবেলা সব দোকান বন্ধ থাকে তো তাই আমরা সুযোগটা নেই। এখন বোঝেন অবস্থা। আমাদের বাঙালির চরিত্রটা কেমন! কারোর অসহায়ত্বের সুযোগ নিতে এরা কসুর করে না বিন্দুমাত্র। রমজান মাস বলে কথা। কেউ কি আত্মশুদ্ধির প্রয়োজন অনুভব করছে অথচ বছর বছর কতশত ওয়াজ মাহফিল হচ্ছে, হেদায়েত হচ্ছে। সপ্তাহে সপ্তাহে জুম্মার দিনে খুতবায় হুজুর বয়ান দিচ্ছেন। সৎ কাজের ফযিলত বর্ণনা দিচ্ছেন কিন্তু কাজের কাজ হচ্ছে কি? কিচ্ছু না। বাজার ভিত্তিক মুনাফাখোররা ইসলাম ও সমাজের জন্য যতটা বিপদজনক তার থেকেও বেশি বিপদজনক যারা যাকাত আদায় করেন না। যাদের উপর যাকাত ফরজ তারা সবাই যদি নিজ দায়িত্বে যাকাত আদায় করতেন তাহলে দেশে গরীব লোক থাকার কথা নয়। আমরা যতটা না যাকাত দেই তার চেয়ে বেশি ব্যস্ত থাকি ফটোসেশনে। যাকাত দেয়াকে নিজের ভালোত্বের প্রচার বলেই ধরে নেই আমরা। এমন জঘন্য মন মানসিকতাকে ঘৃণা জানাই। রমাজান এলেই দান খয়রাত বাড়িয়ে দেয়ার চেষ্টা করে থাকে মুসলমানগণ। সত্তুরগুণ সওয়াব পাওয়ার একটিসুযোগ আছে বলেই হয়তো আমরা একটু বেশি সচেতন হই। তবে দানের ক্ষেত্রে আমরা কি খেয়াল করি দানেরটাকাটি সৎ পাত্রে গেল কি না? ভিক্ষাবৃত্তিকে উৎসাহিতকরলাম কি না? সমাজের সচেতন নাগরিক হিসাবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভিক্ষুক না বাড়িয়ে কীভাবে আমরা লোকজনকে স্বাবলম্বী করতে পারি। ইসলামে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। প্রকুত মানব কল্যাণ করতে হলে পাতিল ভরা খিচুড়ি খাইয়ে হবে না। গরীব লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে হবে।প্রতিবছর রমজান আসে রহমত, মাগফেরাত আর নাজাতের বারতা নিয়ে। আমরা যদি সচেতন হই এ মাসের মহিমায় নিজকে মহিমান্বিত করবো নিশ্চয়ই। যারা অন্ধ যারা বধির যাদের অনুভূতির চকমকি পাথরনিস্প্রভ হয়ে গেছে তারা কখনো রমজানের মাহাত্ম্য বুঝতে পারবে না। ক্ষণস্থায়ী পৃথিবীর সকল লোভ লালসা যাদের কর্মপথে ধর্মপথে আশির্বাদ ছড়ায় তারা কখনো লজ্জার চাদর ছিঁড়ে দেখতে পাবে না সাম্যবাদের সোনালি সকাল।

লেখকঃ-মাহাবুল আলম (কনক)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট