1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনসংযোগ ও প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পেলেন মোঃ আবিদ হাসান আকাশ ফুলপুর তারাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক কলস প্রতীক পেয়ে যে বার্তা দিলেন… নরসিংদীর মেহেরপারা ইউনিয়নে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের দুর্গম এলাকা চিহ্নিত করেন চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলার অভিযোগ, বীর মুক্তিযোদ্ধার গাড়ি ভাংচুর মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু পেলেন ‘মোরগ’ প্রতীক প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, প্রশাসনকে সজাগ থাকার আহ্বান ব্যারিস্টার রুমিন ফারহানার আমদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠক। প্রার্থিতা প্রত্যা’হার না করে শে’ষ মুহূর্তেও অটল হাসান মামুন; নির্বাচনী সমীকরণে নতুন মোড় বাউফল ছালেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়া নিয়ে অভিযোগ ও পাল্টা আভিযোগ অপ্রতিকর ঘটনার আশংকা 

তরমুজ চাষে ভাগ্য উন্নয়নের স্বপ্ন বুনছেন দাকোপের চাষিরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

খুলনার দাকোপের মাঠ জুড়ে চাষ করা হয়েছে তরমুজ। যেদিকে চোখ যায় সেই দিকে দেখা যায় তরমুজ খেত। কোথাও যেন পা ফেলার যায়গা নাই। বাতাসে গাছের পাতা নড়তে থাকলে চাষিদের মনও চাঙা হয়ে উঠছে। মৌসুমের শুরুতেই কুয়াশা থাকলেও এখন প্রকৃতি বেশ অনুকূলে। সমস্ত বিলে ভরে গেছে তরমুজের চারা। তরমুজের পাতার ডগ দেখে স্বপ্ন বুনছেন দাকোপের চাষিরা। গত কয়েক বছরে তরমুজ চাষে বদলে গেছে দাকোপের চাষিদের জীবনমান। চাষিরা জানান, এখনও পর্যন্ত তরমুজের চারার ভালো লক্ষ্মণ দেখা যাচ্ছে গাছের চেহারা খুবই ভালো। এজন্য বাড়তি যত্ন শুরু করেছেন তারা। গাছের গোড়ায় পানি দেওয়া, পানি ছিটানো, ঘাস বাচা, কীটনাশক ছিটানোসহ প্রয়োজনীয় সব ধরনের যত্ন নিচ্ছেন। চাষীরা জানান এ বছর আবহাওয়া এখনও চাষীদের তরমুজ চাষের অনুকূলে আছে। তাই ফলন ভালো হবে। যদিও তরমুজ চাষ তারা এবছর আগাম করতে পারছে না তবে গরম থাকলে দাম বেশি পাবে। গতবছর খুলনার দাকোপসহ জেলায় তরমুজের চাষ কম হওয়ায় এবার চাষ বৃদ্ধি পাওয়ায় আশানুরূপ ফলনের আশায় বুক বেঁধেছেন তারা। সরেজমিনে দাকোপের বাজুয়া, লাউডোব, বানিশান্তা, কৈলাশগঞ্জ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে শুধু তরমুজ চাষ করা হয়েছে। বাতাসে দুলছে গাছের পাতা আর সেই দোলায় চাষিদের মনও চাঙা। তরমুজ গাছ বড় করে তরমুজ ধরাতে প্রয়োজনীয় সব ধরনের যত্ন করছে চাষীরা। একটু দম ছাড়ার সময় নাই তরমুজ চাষীদের। ছেলে -মেয়ে, স্বামী -স্ত্রী কেউ বসে নেই সকলে দিন-রাত তরমুজ খেতে কাজ করে চলেছে। ব্যবসায়ীদের আনাগোনাও বেড়ে গেছে এলাকায়। দাকোপ এলাকার গ্রামে বিভিন্ন এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চাষি অভিযোগ করেন, তরমুজ চাষিদের সঠিক পরামর্শ দেওয়ার মতো মনোভাব কৃষি বিভাগের নেই এবং সব ধরনের প্রণোদনা থেকে বঞ্চিত তারা। সরকারি প্রণোদনাগুলোর সঠিক বন্টন হলে চাষিরা আরও উপকৃত হতো ও নতুন নতুন চাষি বাড়তো। কৈলাশগঞ্জ এলাকার চাষি নুর হোসেন বলেন, তরমুজ চাষ এবার ভালোই হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন পাওয়া যাবে। একই উপজেলার বাজুয়া এলাকার সুভাষ বলেন, সঠিক দাম পেলে চাষিরা আরও লাভবান হবেন। তরমুজ চাষ গত বছরের চেয়ে বেশি। সঠিক পরিচর্যা করলে ভালো ফলন হবে। আশা করছি আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে লাভবান হবেন।দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এই অঞ্চলের সবচেয়ে বেশি লাভজনক চাষ হচ্ছে তরমুজ চাষ। দেশে-বিদেশে এর চাহিদা রয়েছে। এ বছর যে আবহাওয়া পরিষ্কার, বৃষ্টি-কুয়াশা নেই, ঝড় বাতাস নেই, সেই হিসেবে কৃষি বিভাগ আশা রাখছে চাষিরা যদি ভালো করে পরিচর্যা করে তাহলে তরমুজের ফলন ভালো হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট